সাবমেরিন ক্যাবল কোম্পানির নতুন এমডি সাহাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক (প্র.বার্তা):
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হয়েছেন মো. সাহাব উদ্দিন।বৃহস্পতিবার মো. সাহাব উদ্দিনকে নতুন এই দায়িত্ব দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিজ্ঞপ্তি জারি করে।এর আগে তিনি টেলিটকের এমডি ছিলেন। ২০১৮ সালের জুন হতে তিনি টেলিটকের এমডির দায়িত্ব পালন করে আসছিলেন।
সাহাব উদ্দিন ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালে নবম বিসিএস এর মাধ্যমে টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসাবে তৎকালীন তার ও টেলিফোন বোর্ডে (বিটিটিবি) যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তৎকালীন বিটিটিবি ও বর্তমান বিটিসিএলে বিভিন্ন পর্যায়ে উপ-বিভাগীয় প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, পরিচালক এবং পরবর্তীতে টেলিটকের মহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন।