•   Wednesday, 12 Jun, 2024
এটুআই

এ টু আই এর নতুন প্রকল্প পরিচালক হলেন মামুনুর রশিদ ভূঁইয়া

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

প্রকৌশল সমাচার: এস্পায়ার টু ইনোভেশন ( A2i) এর প্রকল্প পরিচালক হিসেবে যোগদান করেছেন যুগ্ম সচিব মামুনুর রশিদ ভূঁইয়া। 

তিনি  বিদায়ী পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এর স্থলাভিষিক্ত হলেন।

উল্লেখ্য, এ টু আই হচ্ছে ইউএনডিপির সহায়তায় আইসিটি ডিভিশনের একটা উইং, যারা গত ১৩ বছর ধরে নাগরিক ও সরকারের মধ্যে ডিজিটাল সেতু বন্ধন সৃষ্টিতে নিরলস কাজ করে যাচ্ছে।

Comment As:

Comment (0)