বাংলাদেশে হুয়াওয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত
প্রকৌশল সমাচার: চীনা বহুজাতিক মোবাইল ডিভাইস ও এক্সেসরিজ কোম্পানি হুয়াওয়ে বাংলাদেশে তাদের অগ্রযাত্রার ২৫ বছর অতিক্রম করেছে। এ উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাঢ়্ম্বর অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন হুয়াওয়ে বাংলাদেশ এর সিইও এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রেসিডেন্ট প্যান জুনফেং।
উদ্ভোধনী বক্তৃতায় প্যান জুনফেং বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দীর্ঘ ২৫ বছর যাবৎ বাংলাদেশে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। এই ২৫ বছরে আমরা যেমন অর্জন করেছি অনেক কিছু আবার মুখোমুখি হয়েছি অনেক চ্যালেঞ্জের। দমে যাইনি আমরা, এগিয়ে গিয়েছি পুরোদমে চ্যালেঞ্জের মোকাবিলা করতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি; ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার; বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার; আইসিটি বিভাগ সচিব মোঃ শামসুল আরেফিন; বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন; এবং চট্টগ্রাম এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম।
অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের কর্মীরা ছাড়াও আমন্ত্রিত ডিলারগণ অংশগ্রহণ করেন।