বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ টেলিটক শাখার জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকৌশল সমাচার প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখার উদ্যোগে গতকাল প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সভাপতি ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও হিসাব) ইঞ্জিনিয়ার রনক আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম হাবিবুর রহমান।
অনুষ্ঠানে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর উর্ধতন কর্মকর্তা ছাড়াও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।