•   Friday, 18 Oct, 2024

কলড্রপ নিয়ে আরও কঠোর বিটিআরসি

Generic placeholder image
  প্রকৌশল সমাচার ডেস্ক

নিজস্ব প্রতিবেদক (প্র.বার্তা): কলড্রপ ইস্যুতে মোবাইল ফোন অপারেটরদের আরও চেপে ধরতে চাইছে বিটিআরসি।গ্রাহকরা যেন স্বচ্ছন্দ্যে কথা বলতে পারেন এবং সেবায় বিঘ্ন ঘটলে আরও বেশি ক্ষতিপূরণ পান সেজন্য নতুন কিছু পদক্ষেপ নিচ্ছে নিয়ন্ত্রণ সংস্থাটি।এছাড়া গ্রাহকের পাওনা ক্ষতিপূরণ আদায়ে অপারেটরদের জবাবদিহিতাও নিশ্চিত করতে চায় বিটিআরসি।

কলড্রপ নিয়ে বিটিআরসির সর্বশেষ পর্যবেক্ষণ :কলড্রপ এবং ফেরত দেয়া মিনিট নিয়ে নির্দেশনা ও অপারেটরগুলোর কার্যক্রমের মধ্যে পার্থক্য পেয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।গ্রাহকদের মতামত হতে বিটিআরসি দেখছে যে, তারা কলড্রপের ক্ষতিপূরণ হিসেবে কোনো কল মিনিট পাচ্ছেন না।স্বয়ং বিটিআরসির কর্মকর্তারাও তাদের কলড্রপের জন্য কল মিনিটি ফেরত পাননি। এ বিষয়ে কোনো এসএমএসও কখনো তারা পাননি।গ্রাহক দৈনিক কিংবা সপ্তাহে কিংবা মাসে তার নম্বরের বিপরীতে কলড্রপের পরিমাণ বিষয়ে জানতে পারেন না। এ বিষয়ে কোনো পদ্ধতিও নেই।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, গ্রাহককে প্রথম কলড্রপ হতেই ক্ষতিপূরণ দিতে হবে অপারেটরদের। গ্রাহকরা যেন এই ক্ষতিপূরণ পায় তা নিশ্চিত করতে অপারেটরদের জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে। মানসম্মত সেবা ও গ্রাহকের স্বার্থে আমরা কোনো ছাড় দেবো না।বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র টেকশহর ডটকমকে জানান, গ্রাহকরা যেন তাদের কলড্রপের তথ্য জানতে পারেন সেজন্য একটি অভিন্ন ইউএসএসডি কোড থাকবে। আর ক্ষতিপূরণ হবে প্রথম কলড্রপ হতেই। বিটিআরসি সবসময় গ্রাহকস্বার্থ প্রাধান্য দিয়ে থাকে।

 

কলড্রপ নিয়ে বর্তমানে যেসব নির্দেশনা রয়েছে :গ্রাহক যত সংখ্যক কল মিনিট প্রাপ্য হবেন তার সবটু্কুই গ্রাহককে দিতে হবে। এখানে গ্রাহকের প্রাপ্য মিনিটের কোনো সর্বোচ্চ সীমা থাকবে না।প্রতিদিনের কল ড্রপের ফলে ফেরতযোগ্য সব মিনিট একত্রে গ্রাহককে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দিতে হবে।কলড্রপের ফলে প্রাপ্ত মিনিট পরের দিনের প্রথম কল হতেই ব্যবহারযোগ্য হবে। যেখানে গ্রাহকের পাওয়া ফেরতযোগ্য মিনিট পুরোপুরি ব্যবহারের আগে গ্রাহকের অ্যাকাউন্ট হতে কোনো টাকা কাটা যাবে না।কলড্রপের ফলে ফেরতযোগ্য মিনিটের বিষয়ে গ্রাহককে এসএমএস করে জানাতে হবে।কলড্রপের ফলে ফেরতপ্রাপ্ত মিনিটের ব্যবহারের মেয়াদ ৩০ দিন হবে।

অপারেটররা যা করছে :গ্রামীণফোন ও রবি ৩য় থেকে ৭ম কলড্রপের জন্য কল মিনিট ফেরত দেয়। বাংলালিংক ২য় থেকে ৬ষ্ঠ কলড্রপের জন্য মিনিট ফেরত দেয়।গ্রামীণফোন, রবি ও বাংলালিংক কলড্রপ হওয়ার ২০ হতে ৩০ মিনিট পর কল মিনিট ফেরত দেয়।কলড্রপের বিষয়ে অপারেটর হতে গ্রাহককে জানানোর পরপরই গ্রাহকরা ফেরতপ্রাপ্ত মিনিট ব্যবহার করতে পারে।

গ্রামীণফোন, রবি ও বাংলালিংক সাধারণত ২০ হতে ৩০ মিনিটের মধ্যেই গ্রাহককে এসএমএসের মাধ্যমে কল মিনিট ফেরতের বিষয়টি জানিয়ে থাকে।তিন অপারেটরই কলড্রপে ফেরত পাওয়া মিনিট ব্যবহারে ১ দিন বা ২৪ ঘন্টা সময় দিয়ে থাকে।নতুন পদক্ষেপ বা নির্দেশনায় যা থাকছে :অননেট কলড্রপের ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে প্রথম কল হতেই গ্রাহককে ক্ষতিপূরণ দিতে হবে। যেখানে প্রতি কলড্রপের জন্য ১ মিনিট করে কল মিনিট ফেরত দিতে হবে।কলড্রপ নিয়ে সব মোবাইল ফোন অপারেটরদের জন্য অভিন্ন ইউএসএসডি কোড। *১২১*৭৬৫# ডায়াল করে একজন গ্রাহক জানতে পারবেন তার আগের দিন, সপ্তাহ বা মাসিক অন-নেট কলড্রপের পরিমাণ কতো।এরসঙ্গে আগের কিছু নির্দেশনাও থাকছে, যেমন :কলড্রপের ফলে পাওয়া কল মিনিট পরবর্তী দিনের প্রথম কল হতে ব্যবহারযোগ্য হবে।

ফেরত পাওয়া মিনিট পুরোপুরি ব্যবহার শেষ হওয়ার আগে গ্রাহকের অ্যাকাউন্ট হতে কোনো টাকা কাটা যাবে না। কলড্রপের ফলে ফেরতপ্রাপ্ত মিনিটের ব্যবহারের মেয়াদ ৩০ দিন হবে।

Comment As:

Comment (0)