•   Saturday, 23 Nov, 2024
3G closed বন্ধ হচ্ছে থ্রিজি ইন্টারনেট ২জি ৪জি

২৩ সালে পুরোপুরি বন্ধ হচ্ছে থ্রিজি ইন্টারনেট

Generic placeholder image
  প্রকৌশল সমাচার ডেস্ক

তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা ৩জি থেকে সরে যাওয়ার সময়সীমা নির্ধারণ করে দিলো বাংলাদেশ। আগামী বছরের জানুয়ারি থেকে ৩জি সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সচল থাকবে ২জি এবং ৪জি সেবা। রোববার, ৬ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

 

মোস্তাফা জব্বার বলেন, দেশে ৩জি নেটওয়ার্কের কোনো প্রয়োজনীয়তা নাই। এটিকে ইতোমধ্যে ফোরজিতে রূপান্তরিত করা হয়েছে। ৩জি মোবাইল ফোনো দেশে নতুন করে তৈরি করা হবে না।

 

কমপক্ষে ২জি নেটওয়ার্কের প্রয়োজনীয়তা আছে জানিয়ে মন্ত্রী বলেন, ফোরজির পাশাপাশির ২জি সেবার দরকার আছে।

 

মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেটের সঙ্গে সাধারণ মানুষকে পরিচয় করিয়ে দিতে ২০১৩ সালে দেশে চালু হয় তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা ৩জি। এ প্রযুক্তির মাধ্যমে প্রথমবারের মতো মোবাইল ফোনে টিভি দেখা, ভিডিও কলে কথা বলা, স্বল্পসময়ে মুভি ট্রান্সফারের অভিজ্ঞতার স্বাদ পান গ্রাহকরা। ৫জি ৪জির দাপটে মাত্র ৯ বছরের মাথায় অস্তিত্ব হারাচ্ছে এ সেবা।

Comment As:

Comment (0)