টুইটারের প্রতিদ্বন্দ্বী থ্রেডস অ্যাপে ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে
প্রকৌশল সমাচার প্রতিবেদক: মেটার নতুন থ্রেডস অ্যাপে ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে অ্যাপটিতে পোস্ট হয়েছে সাড়ে নয় কোটির বেশি। মেটা প্রধান মার্ক জাকারবার্গ বলেছেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেটার সাইন আপ সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে। আর সাইনআপ করা ব্যক্তিরা এতে বিভিন্ন পোস্টও দিচ্ছেন, যাকে ‘থ্রেডিং’বলে আখ্যা দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
ভার্জের দেখা কোম্পানির অভ্যন্তরীণ ডেটা অনুসারে, সাড়ে নয় কোটি পোস্টের পাশাপাশি এতে প্রায় দুই কোটি লাইক শেয়ার এসেছে।
এগুলো সবই ঘটেছে ২৪ ঘণ্টারও কম সময়ে। বুধবার বিকালে আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণে অ্যাপটির আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে অ্যাপলের অ্যাপ স্টোরে বিনামূল্যের অ্যাপ হিসেবে শীর্ষে অবস্থান করছে এটি।
তবে, এখনও বেশ কিছু ফিচার নেই থ্রেডস অ্যাপে। উদাহরণ হিসেবে, ব্যবহারকারীর থ্রেডস অ্যাকাউন্ট মুছতে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মুছে ফেলার বাধ্যবাধকতা রয়েছে। আর এতে সরাসরি বার্তা পাঠানোর, ফলোয়িং ফিড বা বিকেন্দ্রিভূত সফটওয়্যার ‘অ্যাক্টিভিটিপাব’-এর সঙ্গে সমন্বিত হওয়ার পরিকল্পনাও নেই। এরপরও, পরিসংখ্যান থেকে ইঙ্গিত মিলেছে, মেটার নতুন এই টুইটার প্রতিদ্বন্দ্বী অ্যাপ ইতিবাচক সূচনা করেছে।
ব্যবহারকারীরা এর ব্যবহার অব্যাহত রাখবেন কি না, সেটিই এখন অপেক্ষা করে দেখতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।