•   Friday, 18 Oct, 2024

রোড রোলার দেখতে জার্মানি ও জাপানে যাচ্ছেন দুই প্রকৌশলী

Generic placeholder image
  প্রকৌশল সমাচার ডেস্ক

নিজস্ব প্রতিবেদক (প্র.বার্তা);
একটি প্রকল্পের আওতায় কেনা চারটি রোড রোলার দেখতে জার্মানি ও জাপানে যাচ্ছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের দুজন প্রকৌশলী। আগামী বৃহস্পতিবার জার্মানির উদ্দেশে রওনা হবেন তাঁরা। এ ছাড়া অক্টোবরের প্রথম সপ্তাহে তাঁরা জাপান যাবেন।

জার্মানি ও জাপান ভ্রমণে যাওয়া দুজন হলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা ও সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার। ওই চার রোড রোলার দেশে আনার আগে সেগুলোর কার্যকারিতা যাচাই করার জন্যই দুই প্রকৌশলী জার্মানি ও জাপান যাচ্ছেন বলে জানা গেছে। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর নাগরিক সমাজের অনেকেই এ বিষয়ে সমালোচনা করছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্ক ও নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় গত জানুয়ারিতে চারটি রোড রোলার কেনার সিদ্ধান্ত হয়। ওই মাসেই জাপানে তিনটি ও জার্মানিতে একটি রোড রোলার কেনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। চারটি রোড রোলার কিনতে খরচ হবে ৩ কোটি ৩৫ লাখ টাকা।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, সিটি করপোরেশন কর্তৃপক্ষ হয়তো নিয়মের কথা বলবে। কিন্তু যতই নিয়মের কথা বলুক, এভাবে বিদেশ সফর করে দেশের টাকা নষ্ট হয়। অর্থনৈতিক সংকটের এ সময়ে বিদেশ ভ্রমণ বাদ দেওয়া উচিত।

এ ব্যাপারে জানতে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। এ ছাড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর মুঠোফোনে কল করা হলেও কোনো সাড়া মেলেনি।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা বলেন, রোড রোলার কেনার দরপত্রেই জার্মানি ও জাপানে কারখানা পরিদর্শনের বিষয়টি উল্লেখ ছিল। সে অনুযায়ী বৃহস্পতিবার সাত দিনের জন্য জার্মানি ও অক্টোবরের প্রথম সপ্তাহে সাত দিনের জন্য জাপান যাওয়ার কথা। দুই দেশে যাওয়া–আসার খরচ দুটি কোম্পানি বহন করবে।

Comment As:

Comment (0)