•   Wednesday, 12 Mar, 2025
এলজিইডি প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া

এলজিইডি প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন বিতর্কিত আব্দুর রশীদ মিয়া

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

নিজস্ব প্রতিবেদক:  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব পেয়েছেন সংস্থারই অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া।  এই পদের আগে তিনি মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর (গ্রেড-৩) দায়িত্বে ছিলেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. আব্দুর রশীদ মিয়াকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর (গ্রেড-১) শূন্য পদে ‘চলতি দায়িত্ব’ দেওয়া হয়েছে। এই দায়িত্ব ছয় মাস পর্যন্ত বহাল থাকবে। এরপর এই পদে প্রয়োজন হলে ছয় মাস পূর্ণ হবার আগেই সংশ্লিষ্ট পদোন্নতি কমিটি বা বোর্ডের অনুমোদন গ্রহণ করতে হবে। এ চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে দাবি করা যাবে না। চলতি দায়িত্ব পালনকারী কর্মচারী চলতি দায়িত্ব পালনের কারণে চলতি দায়িত্বের পদে বা অন্য কোনো পদে বদলি বা পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কোনোরূপ অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না। চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উচ্চতর পদের পদবি ব্যবহার করবেন এবং তার সঙ্গে ‘চলতি দায়িত্ব’ শব্দ দুটি ব্যবহার করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বছরের ১৮ এপ্রিলের ০৫.০০.০০০০.১৭০.১১, ০১৭.২১-৯৭ নম্বর প্রজ্ঞাপনের শর্তাবলি প্রযোজ্য হবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুর রশিদের বিরুদ্ধে  নিয়োগ-বাণিজ্য, বদলি-বাণিজ্য এবং ঠিকাদারি সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলার বিস্তর অভিযোগ রয়েছে। এব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “দুর্নীতির দায়ে অভিযুক্ত কেউ যদি পদোন্নতি পেয়ে প্রধান প্রকৌশলী হন, তবে সেটা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করার শামিল।

Comment As:

Comment (0)