•   Sunday, 08 Sep, 2024

পাহাড়ি ও দুর্গম এলাকায় টেলিমেডিসিন সেবা দেবে ব্লাডম্যান

Generic placeholder image
  News Admin

নিজস্ব প্রতিবেদক (প্র.বার্তা):বান্দারবনের সাজেক এর মত ১২টি পাহাড়ি ও দুর্গম এলাকায় বসবাসকারীরা এবার পাচ্ছেন টেলিমিডেসিন ও জরুরী খাদ্য সরবরাহ সেবা। যৌথভাবে এই সেবা দেবে তুরস্ক দূতাবাস এবং বাংলাদেশী তরুণদের সামাজিক সংগঠন ‘ব্লাডম্যান

ট্যুর ফর স্যোসাল গুডস সিজন-২ নামের এই উদ্যোগটি বুধবার উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এই উদ্যোগের পাশাপাশি হেলথক্যাম্প, বৃক্ষরোপণ, আবর্জনা পরিষ্কার ও ইমার্জেন্সি ফুড সাপোর্ট প্রদান করা হবে। প্রতিটা স্বাস্থ্য ক্যাম্পে ৫০০ এরও বেশি পরিবারকে এই সেবা এবং বিনামূল্যে ঔষধ দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, ” আমাদের তরুণদের সমর্থন জানাই এবং আমি সুনামগঞ্জে প্রথম ক্যাম্প আয়োজনের জন্য ব্লাডম্যানকে আমন্ত্রণ জানাতে চাই। তুরস্ক বাংলাদেশের পুরান বন্ধু এবং তাদের সাথে সম্পর্ক আরো জোরদার করতে চাই।

 

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “তুরস্ক সরকার বাংলাদেশের বন্ধু এবং আমরা সামাজিক উদ্যোগে সমর্থন করতে পেরে খুশি, যা একটি অর্থবহ উদ্যোগ। আমরা আনন্দের সাথে ব্লাডম্যানের মতো তরুণ উদ্যোক্তাদের সমর্থন করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ আলমগীর, ম্যাক্স গ্রুপ এবং ভাইস চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়ালব্যাংক। তিনি বলেন, “ম্যাক্স গ্রুপ কোভিড ১৯ চলাকালীন সময়ে ১০ হাজার এর অধিক লোককে খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে সহায়তা করেছে। আমরা ১২ টি জায়গায় ব্লাডম্যান এবং এর সামাজিক উদ্যোগের জন্য আমাদের সহায়তা বাড়িয়ে দেব।

 

ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোঃ শাহরিয়ার হাসান জিসান বলেন, “ট্যুর ফর সোশ্যাল গুডস এর প্রথম সিজনে আমরা ৪০০০ জনেরও বেশি লোককে স্বাস্থ্য পরামর্শ, জরুরি খাবার এবং বিনামূল্যে ওষুধ দিয়ে সহায়তা করেছি। তুরস্ক সরকার, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং দারাজকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত এবং এটি যুবদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

Comment As:

Comment (0)