•   Sunday, 08 Sep, 2024
বায়ু দূষণ সেমিনার

বায়ুদূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

প্রকৌশল সমাচার: বিশ্বে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। হুমকীর মুখে পড়েছে জন জীবন এবং জীব বৈচিত্র। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে বায়ুদূষণের হার অত্যধিক। জীবাস্ম দহন, কল কারখানার দূষিত পদার্থ নির্গমন এবং যানবাহনের দূষণ এর প্রধান কারণ। এর থেকে পরিত্রাণ পেতে হলে নবায়ন যোগ্য জ্বালানির উপর নজর দিতে হবে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর যৌথ উদ্যোগে “বায়ুমান এবং জ্বালানী উন্নয়নে নবায়নযোগ্য শক্তির ভূমিকা” শীর্ষক একটি গোলটেবিল আলোচনা সভা রাজধানীস্থ প্ল্যানার্স টাওয়ারে বিআইপি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিলেন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর), পিওর আর্থ বাংলাদেশ, নোঙর বাংলাদেশ ট্রাস্ট, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি), পরিবেশ উদ্যোগ, এবং ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। এছাড়াও বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল এবং বিআইপি এর উপদেষ্টা পরিষদের আহবায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মোঃ আকতার মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গোলটেবিল আলোচনা সভায় মূল বক্তব্য প্রদান করেন বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। এছাড়াও আলোচনা সভায় বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোঙর বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান জনাব সুমন শামস, পিওর আর্থ বাংলাদেশ এর কর্মসূচী পরিচালক জনাব বাসুদেব চক্রবর্তী, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) এর নির্বাহী পরিচালক জনাব আব্দুল ওয়াহাব, ইন্সটিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) এর নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক জনাব শরীফ জামিল এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সহ-সভাপতি পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম।

উক্ত গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর গবেষক ইঞ্জি. মারজিয়াত রহমান, পরিবেশ উদ্যোগ এর গবেষণা সমন্বয়ক ইঞ্জি. নাছির আহম্মেদ পাটোয়ারী, বারসিক এর প্রকল্প পরিচালক মোঃ কামরুজ্জামান সাগর, একশন এইড এর আবুল কালাম আজাদ, বিএনসিএ এর সদস্য সচিব মুহাম্মদ আনোয়ারুল হক, সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এর দূর্যোগ ব্যবস্থাপনা প্রফেশনাল মুমতাহিনা রহমান, সিজিইডি এর প্রেসিডেন্ট জনাব সরদার আলী বিশ্বাস, নোঙর ট্রাস্ট এর নির্বাহী পরিচালক জনাব ফজলে সানি এবং সেইভ ফিউচার বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক জনাব নয়ন সরকারসহ ক্যাপস গবেষণা সহকারী ও বিআইপি এর প্রতিনিধিগণ সহ অন্যান্য পরিবেশবাদী সংস্থার সদস্যবৃন্দ। 

Comment As:

Comment (0)