ডিপিআই ডাইনামিক এসোসিয়েশনের ইফতার ও পুর্নমিলনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রদের সংগঠন ডিপিআই ডাইনামিক এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩০ মার্চ) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রকৌশলী বাহাদুর হোসাইনএর সভাপতিত্বে ও প্রকৌশলী জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ১৯৭৭-৭৮ সেশনের অ্যালামনাই ও এফডিইবির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা মিজানুর রহমান।
আলোচনায় অংশ নেন, প্রকৌশলী আজিজুল ইসলাম, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, আজিজুল ইসলাম সজিব, এহসানুল আলম সজিব, ইফতেখারুল আলম,হাসিবুর রহমান,রবিউল ইসলাম রাজু, ফোরাম মহানগরী উত্তরের সেক্রেটারি তারিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান আলোচক সিনিয়র শিক্ষক মোসলেহ উদ্দিন রমজানের তাৎপর্য ও শিক্ষা বিষয়ে আলোকপাত করেন। প্রকৌশলীদের দুনিয়াবি কাজের পাশাপাশি আখেরাতের চিন্তা এবং আমল আখলাক বিষয়ে মান উন্নয়নের পরামর্শ দেন।
প্রকৌশলী মির্জা মিজানুর রহমান বলেন, প্রকৌশলীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একে অন্যের কল্যানে কাজ করতে হবে। ব্যাচ ভিত্তিক যোগাযোগ বৃদ্ধি করে অ্যলামনাইকে আরো শক্তিশালী করার আহ্বান জানান তিনি। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আহসান উল্লাহ।