•   Thursday, 13 Mar, 2025
JCD

এক্স জেসিডি বেসরকারি বিশ্ববিদ্যালয়(ইঞ্জিনিয়ারিং) এর নতুন কমিটি গঠন

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

গতকাল আইইবি ঢাকা সেন্টার হল রুমে ১৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধিদের উপস্থিতিতে এক্স জেসিডি বেসরকারি বিশ্ববিদ্যালয়(ইঞ্জিনিয়ারিং)  এর নতুন কমিটি গঠন করা হয়েছে। 

এতে প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান কে আহবায়ক,  প্রকৌশলী গোলাম রহমান রাজিব সদস্য সচিব ও ৮ জনকে যুগ্ম আহবায়ক করে মোট ৩১ সদস্যদের কমিটি গঠন করা হয়। 

যুগ্ম আহবায়করা হচ্ছে প্রকৌশলী আবদুস সামাদ রনি, প্রকৌশলী তৌহিদুর রহমান, প্রকৌশলী রাকিবুল হাসান চৌধুরী,  প্রকৌশলী মিনহাদ সরকার,  প্রকৌশলী মোঃ নাজমুল হোসেন,  প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী মশিউর রহমান,  মোঃ সোহাগ হোসেন। 

পরবর্তীতে এই কমিটি আইইবির সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে ফুলেল শুভেচছা জানান ও তার সাথে মতবিনিময় করেন।

JCD PRIVATE UNIVERSITIES
Comment As:

Comment (0)