সিলেটে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা: প্রকৌশলীদের চরিত্র গঠন ও ইসলামী অনুশাসন বাস্তবায়নের তাগিদ


নিজস্ব প্রতিবেদক: ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় সেক্রেটারী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন বলেছেন প্রকৌশলীদের কুরআনের আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি পরকালীর মুক্তির জন্য কাজ করতে হবে। এফডিইবি সিলেট মহানগরী ও জেলার উদ্যোগে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন
ফোরামের মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়ার ও সঞ্চালনা করেন সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর আলী।
প্রধান অতিথির বক্তব্যে ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন বলেন, তরুণ প্রকৌশলীদের মাঝে ইসলাম সম্পর্কে ভূল ধারণা দূর করা এবং দুর্নীতিমুক্ত প্রকৌশলী সেক্টর গঠনে অগ্রনী ভূমিকা রাখতে হবে। সর্বপরি তিনি নবীন ও বেকার প্রকৌশলীদেরকে বিভিন্নভাবে কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বিজলিংক এসোসিয়েশন এর চেয়ারম্যান ড. নুরুল ইসলাম বাবুল। তিনি সদস্য প্রকৌশলীদের তাকওয়াভিত্তিক জীবনযাপনের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং নিজেকে একজন প্রাকটিসিং মুসলিম হিসেবে তৈরি করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজকোর্ট এর সিনিয়র আইনজীবী সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলিম উদ্দিন, ফোরামের সিলেট অঞ্চল তদারককারী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান চৌধুরী সোহেল, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সহ সেক্রেটারী ইঞ্জিনিয়ার আবু আহমেদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন রাজু, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, মানব সম্পদ ও প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রাজু, সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাঈম আল মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল কিবরিয়া চৌধুরী, ক্রিড়া সম্পাদক ইঞ্জিনিয়ার এহসানুল করিম চৌধুরী রিমন, জনসংযোগ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুর রাজ্জাক, আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম,অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন ছাত্রকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস, সহ ছাত্র কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের সরকার প্রমুখ।