•   Wednesday, 04 Dec, 2024
ড. রেজাউল করিম এফডিইবি

ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে যাকাতের গুরুত্ব অপরিসীম: ড.রেজাউল করিম

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় যাকাতের তাৎপর্য বিষয়ে আলোচনা,দোয়া ও ইফতার মাহফিল করেছে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। ২৬ মার্চ মঙ্গলবার এফডিইবি ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত উত্তরা জোন কর্তৃক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ড. মুহাম্মদ রেজাউল করিম। 
বক্তব্যে তিনি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে যাকাতের গুরুত্ব তুলে ধরেন। প্রকৌশলী সমাজে ন্যায় ইনসাফের দাওয়াত পৌঁছানো ব্যাপারে তাগিদ দেন। পাশাপাশি সৎ ও দক্ষ ইঞ্জিনিয়ার হবার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় অফিস বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার হোসাইন বিন মানসুর, এফডিইবি-ঢাকা মহানগরী উত্তর এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: তারিকুল ইসলাম তারেক, এফডিইবি- ডিসিএন থানার সাবেক সভাপতি ইঞ্জি: আলমগীর হোসেন মৈশান।
এফডিইবি-ডিসিএন এর উত্তরা জোন পরিচালক ইঞ্জিনিয়ার আবুল হাসিম এর সভাপতিত্বে এবং উত্তরা পূর্ব ওয়ার্ড সভাপতি ইঞ্জি: মো. মতিউর রহমান এর সঞ্চালনায় প্রোগ্রামে আরো বক্তব্য দেন উত্তরা পশ্চিম ওয়ার্ড সভাপতি ইঞ্জি: সাদ্দাম হোসেন এবং টংগী ওয়ার্ড সভাপতি ইঞ্জি: শাহপরান প্রমুখ।

Comment As:

Comment (0)