এফডিইবি নোয়াখালী জেলার ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ফোরাম অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার উদ্যাগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। স্হানীয় একটি মিলনায়তনে জেলা সভাপতি প্রকৌশলী মো: জাকের হোসেন এর সভাপতিত্বে এবং প্রকৌশলী সাকিব মাহমুদ এর পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফডিইবি ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি প্রকৌশলী ওহিদুর রহমান নিঝুম।
তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের উন্নয়ন প্রকৌশলী সমাজের ভুমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
প্রকৌশলী ওহিদুর রহমান নিঝুম বলেন, প্রকৌশলীরা স্ব স্ব ক্ষেত্রে নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামী দিনে দেশের উন্নয়ন সর্বোচ্চ ভুমিকা রাখবে। প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বাড়াতে স্থানীয় ও বহিরাগতদের মধ্যে সেতু বন্ধন তৈরিতে সচেষ্ট হওয়ার কথা বলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী মো: ইয়াসিন আরাফাত, প্রকৌশলী মো : আব্দুল বারেক প্রমুখ।