•   Monday, 15 Dec, 2025
IEB APM 2025 EED

বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য গবেষণার বিকল্প নেই: সি আর আবরার

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

 ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর হেডকোয়ার্টার রমনার সেমিনার হলে তড়িৎ প্রকৌশল বিভাগের ষষ্ঠ বার্ষিক পেপার উপস্থাপন অনুষ্ঠানের উদ্ভোধন হয়েছে ।

আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল ইসলাম রিজুর সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা জনাব ড. চৌধুরী রফিকুল আবরার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রেজাউল করিম, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড. ইঞ্জিনিয়ার ইকবাল, আইইবি তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন। 

প্রধান অতিথি সি আর আবরার বলেন, বর্তমান বিশ্বে শিল্প ও প্রকৌশল খাত দ্রুত রূপান্তর ও পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের গবেষক, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে এই সম্মেলন যে একটি জ্ঞান-বিনিময় ও প্রযুক্তি-উন্নয়নের উৎকৃষ্ট মঞ্চ সৃষ্টি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স প্রকৌশলের সমসাময়িক গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, স্মার্ট গ্রিড, অটোমেশন, ডেটা কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনার মাধ্যমে এই আয়োজন ভবিষ্যৎ বাংলাদেশেকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির জন্য গবেষণা ও উন্নয়ন (R&D) অত্যন্ত অপরিহার্য। এই প্রেক্ষাপটে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, আইইবি–এর এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমি আশা করি, গবেষক, প্রকৌশলী, শিল্প–পেশাজীবী এবং তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণ এ সম্মেলনকে সমৃদ্ধ করবে এবং প্রকৌশল-ভিত্তিক শিল্প খাতে নীতি প্রণয়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি রূপান্তরে কার্যকর ভূমিকা রাখবে। আমি আশা করি, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, আইইবি- এর আয়োজিত APMEE 2025–এ উপস্থাপিত গবেষণা ও ধারনাগুলো কেবল একাডেমিক জগতেই সীমাবদ্ধ থাকবেনা, বরং শিল্পখাত, নীতি-নির্ধারণী সংস্থা এবং জাতীয় উন্নয়নপরিকল্পনায় বাস্তব প্রয়োগের পথও প্রশস্ত করবে। 

সভাপতির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান বলেন, ইলেকট্রিক্যাল ডিভিশনের এই উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং গবেষকদের নতুন পথ দেখাবে এবং দেশ ও জারির কল্যাণে প্রায়োগিক ক্ষেত্রে আরো বেশী অবদান রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাব্বির মোস্তফা খান। বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার উমাসা উমায়ুন মনি চৌধুরীর সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মনিরুল মওলা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের গবেষক, শিক্ষার্থী এবং ইন্ডাস্ট্রির প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

IEB APM EED
Comment As:

Comment (0)