•   Tuesday, 01 Jul, 2025
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ছুটি শেষে প্রাণ চাঞ্চল্য ফিরেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

মাভাবিপ্রবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ ২৩ দিনের ছুটি শেষে মুখর হতে শুরু করেছে মাওলানা ভাসানী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাস। শনিবার (২১জুন) থেকে শুরু হচ্ছে শ্রেণী কার্যক্রম। এরই মধ্যে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন।  দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় চিরচেনা রূপে ফিরছে ক্যাম্পাস।
ক্যাম্পাসে ফিরেই সিপিএস বিভাগের তকীতাহমিদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘বাসায় ঈদ কাটিয়ে ক্যাম্পাসে ফিরলাম। বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগছে। আবারও ক্লাস-একাডেমিক রুটিনে ব্যস্ত হয়ে যাবো। অর্থনীতিবিভাগের শিক্ষার্থী ফাইজা আক্তার বলেন, ‘ক্যাম্পাসে ফেরা মানেই নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগ দেওয়া। তবে প্রিয় মানুষদের ছেড়ে আসাটা সব সময়ই একটু আবেগের।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গত ২৯ মে থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Comment As:

Comment (0)