•   Friday, 18 Oct, 2024
Nsu Reunion

নর্থ সাউথ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুণর্মিলনী অনুষ্ঠিত

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

প্রকৌশল সমাচার প্রতিবেদক: দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্স অনুষদের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুণর্মিলনী গত ১৪ অক্টোবর ২০২৩ ইং তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দেশসেরা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়াম ভবনে চমৎকার উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপুর্ন পরিবেশে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর সবুর।
এনএসইউ এর স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জি. জাবেদ বারী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইইবি'র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মোঃ নুরুজ্জামান, আইইবি'স সম্মানী সহ সাধারণ সম্পাদক ইঞ্জি. রওনক হাসান, বিটিসিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও এনএসইউ এসইপিএস এল্যামনাই এসোসিয়েশন এর উপদেষ্টা ইঞ্জি. এসওএম কলিম উল্ল্যাহ, এভারেস্ট ইষ্টার্ন লিঃ এর পরিচালক ও এনএসইউ এসইপিএস এল্যামনাই এসোসিয়েশন এর উপদেষ্টা  ইঞ্জি. মোঃ ওয়াহিদ হুদা এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের এল্যামনাই সহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ।

উক্ত এল্যামনাই রিইউনিয়ন অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিপার্টমেন্টে প্রাক্তন ছাত্র, এনএসইউ এসইপিএস এল্যামনাই এসোসিয়েশন এর সভাপতি, গ্রীন ফায়ার এন্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান, আইইবি'র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের নির্বাচিত সদস্য ইঞ্জি. মোঃ আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান পরিচালনায় এবং সার্বিক তত্বাবধানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন রিইউনিয়ন আয়োজক কমিটির সদস্য সচিব, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্স অনুষদের প্রাক্তন ছাত্র এবং এনএসইউ এসইপিএস এল্যামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইঞ্জি. খন্দকার তামিরুল ইসলাম। রিইউনিয়ন আয়োজক কমিটির অন্যান্যরা হলেন ইঞ্জি. রুপন কুমার মিত্র, ইঞ্জি. মোঃ ইমরানুল ইসলাম, ইঞ্জি. মশিউর রহমান, ইঞ্জি. তৃনা সাহা, ইঞ্জি. উম্মে সুমাইয়া, ইঞ্জি. সাইফুল্লাহ, ইঞ্জি. সাকিব সাদমান, ইঞ্জি. অন্তর শেখ, ইঞ্জি. সাকিব আহমেদ, ইঞ্জি. আসাবুল হক, ইঞ্জি. বায়েজিদ শুভ, ইঞ্জি. গোলাম রাব্বানী, ইঞ্জি. রায়হান চৌঃ, ইঞ্জি. শাহিদা, ইঞ্জি. শিহাব রাব্বি, আর্কিটেক্ট নাবিল শাহদি, ইঞ্জি. শাকিন আহমেদ রাকিন। 

উক্ত পুণর্মিলনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং স্কুল হতে কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, সিভিল ও আর্কিটেকচার বিষয়ে গ্রাজুয়েট হওয়া অসংখ্য প্রাক্তন ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের পুরানো বন্ধুবান্ধবদের সাথে চমৎকার আনন্দঘন কিছু মূহুর্ত শেয়ার করেন। অনুষ্ঠানের শেষ অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংসখ্য গুনী শিল্পীদের পাশাপাশি সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম (১৯৯৩) ব্যাচের ছাত্র নবী চৌধুরী সুজন। 

উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্স অনুষদের প্রাক্তন ছাত্রছাত্রীগন দেশ ও দেশের বাহিরে সরকারি/বেসরকারি সেক্টরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে এবং দেশের সুনাম বৃদ্ধি করে চলেছে।

NSU
Comment As:

Comment (0)