•   Tuesday, 17 Sep, 2024
বিদ্যুৎ বরখাস্ত

উপসচিবের পর এবার বরখাস্ত হলেন বিদ্যুতের লুটেরা মডেল প্রতিবেদনের সাথে সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

প্রকৌশল সমাচার: বিদ্যুতের লুটেরা মডেল প্রতিবেদন তৈরি করে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া উপসচিব মাহিদুর রহমান এর পর এবার সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর সাবেক প্রধান (অতিরিক্ত সচিব) এসএম হামিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে অসদাচরণে অভিযুক্ত করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। 

এর আগে আইএমইডির সদ্য সাবেক পরিচালক (উপসচিব) মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

কয়েক দিন আগে আইএমইডির পক্ষ থেকে বিদ্যুৎ খাতভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতিবিষয়ক গবেষণা প্রতিবেদন তৈরি করেন মাহিদুর রহমান। অতিরিক্ত সচিব এসএম হামিদুল হক প্রতিবেদনটির উপদেষ্টা ছিলেন। 

বিদ্যুৎ খাত-সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনে বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত করে খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এ খাতের বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় বর্ধনকারী উদ্যোগের সমালোচনাও রয়েছে এতে।

এ নিয়ে গণ মাধ্যমে সিরিজ রিপোর্ট প্রকাশিত হলে সরকারের উচ্চ মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে এই রিপোর্ট প্রকাশের উদ্দেশ্যকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। বিশেষ সূত্রে জানা গেছে, শুধু বহিষ্কারই নয় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার বিষয়েও চিন্তাভাবনা চলছে।

Comment As:

Comment (0)