•   Friday, 18 Oct, 2024
আউলিয়া ঘাট `ওয়াই‍‍` সেতু ডিজাইন সম্পন্ন

আউলিয়া ঘাটে ‍‍হবে `ওয়াই‍‍` সেতু; ডিজাইন সম্পন্ন, ব্যয় ২'শ কোটি টাকা

Generic placeholder image
  প্রকৌশল সমাচার ডেস্ক

পঞ্চগড়ে করতোয়া নদীর আলোচিত  আউলিয়া ঘাটে ‍‍`ওয়াই‍‍` সেতু নির্মান হচ্ছে। ইতোমধ্যেই সেতুর ডিজাইন সম্পন্ন হয়েছে।  এলজিইপির প্রকৌশলীরা সেতু এলাকা পরিদর্শন করেছেন।
 
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে সেতুর ডিজাইন ও লেআউটের প্রেক্ষিতে কাজের পর্যালোচনা করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ডিজাইনিং টিম ও এলজিইডির উচ্চ পর্যায়ের প্রকৌশলীরা।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ডিজাইন ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিমের নেতৃত্বে ৫ সদস্যে একটি প্রকৌশলী টিম এই লেআট প্রদান করে অনুমোদিত নকশা অনুযায়ী এই সেতু নির্মাণের সীমানা চিহিৃত করেন। চিহিৃত স্থান গুলোতে লাল ফ্লাগ স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ সড়কে গুরুত্বপুর্ণ সেতু নির্মাণ প্রকল্পের ডেপুটি প্রকল্প পরিচালক মো.ফখরুল আলম, ডিজাইন ইউনিটের প্রধান রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী ভাস্কর কান্তি, আবু বক্কর সিদ্দিক, তরুন ব্যার্নাজি, আমিরুজ্জামান হিরন, পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সামসুজ্জামান প্রমূখ।

এলজিইডি বোদা উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, করতোয়া নদীর আউলিয়া ঘাটে এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ২ শত কোটি টাকা ব্যয়ে ১১ শত ৮০ মিটার দৈর্ঘ এবং ৭.৩২ মিটার প্রস্ত ইংরেজি ‍‍`ওয়াই‍‍` আকৃতির সেতু নির্মাণ করা হবে। ইতি মধ্যে সেতু নির্মানের জন্য অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। সেতুর নকশা অনুমোদন হয়েছে।

পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সামসুজ্জামান জানান, সেতু নির্মাণের ডিজাইন শেষ পর্যায়ে। ঢাকা থেকে যে টিম এসেছে তাদের খসড়া লেআউটের মাধ্যমে ডিজাইন ফাইনাল হবে। আশাকরা যায় আগামী নভেম্বর, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত লেআউট প্রকাশ করা হবে।

উল্লেখ্য, করতোয়া নদীর আউলিয়া ঘাটে সেতু নির্মাণের দাবী দীর্ঘ দিনের। প্রতিদিন হাজার হাজার মানুষ নৌকায় চড়ে নদী পারাপার হয়। সেতু না থাকায় গত ২৫ সেপ্টেম্বর (রোববার) করতোয়া নদীর আউলিয়ার ঘাটের ওই স্থানে নৌকা ডুবিতে ৬৯ জন মানুষের মৃত্যু হয়। নিখোঁজ ৩ জন।

Comment As:

Comment (0)