•   Tuesday, 17 Sep, 2024
রিহ্যাব এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রিহ্যাব

রিহ্যাব এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

নিজস্ব প্রতিবেদক: রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছে। রাজধানীর একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক দায়িত্বপ্রাপ্ত রিহ্যাব এর প্রশাসক জান্নাতুল ফেরদৌস এর নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন। নতুন প্রেসিডেন্ট হিসেবে মোঃ ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেন। 

এ সময় ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন এম. এ. আউয়াল, ভাইস প্রেসিডেন্ট-২ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-৩ ইঞ্জি. আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেনসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটি আগামী ২ বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।

গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রিহ্যাব সদস্যদের সরাসরি ভোটে ২৯ জন পরিচালক নির্বাচিত হন। ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রিহ্যাব কার্যালয়ে অফিস বেয়ারার ভোট সম্পন্ন হয়। পরবর্তী কার্যক্রম শেষ করে ৭ মার্চ, ২০২৪ তারিখ নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। আজ নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেন। 

Comment As:

Comment (0)