•   Sunday, 22 Dec, 2024
IFTAR

স্টামফোর্ড ইউনিভার্সিটি ইইই এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে আইইবিতে ইফতার মাহফিল ও এলামনাই মিটআপ অনুষ্ঠিত

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে গত ২৮ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সেন্ট্রাল কাউন্সিল হলে ইফতার মাহফিল  ও এলামনাই মিট আপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্টামফোর্ড ইউনিভার্সিটি ইইই এলামনাই এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মাদ ইমরান হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি এর সম্মানী সাধারণ সম্পাদক (এডমিন এন্ড ফাইন্যান্স) ইঞ্জিনিয়ার রওনক আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. দিলশাদ মাহজাবীন।
এলামনাই এসোসিয়েশন এর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী'র সঞ্চালনায় বক্তব্য রাখেন এলামনাই এর ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ডিবেট ফেডারেশন এর সদ্য বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল্যা মোহাম্মদ শুকরানা,  এস এ গ্রুপের ইলেক্ট্রিক্যাল বিভাগের প্রধান এইচ এম ওবায়দুর রহমান, রাজশাহী পলিটেকনিকের ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মেরাজুল ইসলাম, সিভিল এলামনাই এসোসিয়েশনের ইঞ্জিনিয়ার মাজেদুর রহমান মোল্যাহ মিন্টু, সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সুরুজ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে, আমরা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এলেও আমাদের সবার পরিচয় আমরা ইঞ্জিনিয়ারিং কমিউনিটির সদস্য। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ইঞ্জিনিয়ারদের বৈশ্বিক মান ধরে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটির ইইই বিভাগের এলামনাইদের কার্যক্রম প্রসংশার দাবি রাখে। আইইবি আপনাদের সকল সুখে দু:খে পাশে থাকবে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক এলামনাই সদস্য অংশগ্রহণ করেন।

STAMFORD
Comment As:

Comment (0)