•   Tuesday, 17 Sep, 2024
সিলেটে বন্যা বিদ্যুৎ বিদ্যুৎ স্থাপনায় ক্ষতি

সিলেটে বন্যায় ১২ হাজার গ্রাহক বিদ্যুৎহীন: কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

প্রকৌশল সমাচার প্রতিবেদন: বন্যা পরিস্থিতির কারণে সিলেটে বিভিন্ন বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ১০ থেকে ১২ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। যার ফলে, এই অঞ্চলের বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারীর ছুটি বাতিল করেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার ২০ জুন বিদ্যুৎ বিভাগের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, সিলেটের বন্যায় প্রায় এক কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বিদ্যুৎ বিভাগ বলছে, বন্যার কারণে বিতরণ অঞ্চল, বাবিউবো, সিলেট অঞ্চলের সকল কর্মকর্তা/ কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তা/ কর্মচারীরা যার যার অবস্থান থেকে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার কাজে নিয়োজিত রয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে। এছাড়াও বিতরণ জোনের আওতাধীন সকল এলাকাই কম-বেশি বন্যা কবলিত হওয়ায় বন্যার পানি কমার পর প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিরূপণ করা সম্ভব হবে বলেও জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ বলছে, অনেক বসতবাড়িতে পানি বেড়ে বিদ্যুদের মিটার পর্যন্ত চলে যাওয়ায় বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। এসব কারণে বিতরণ জোনের ১০ হাজার থেকে ১২ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। বন্যার পানি কমলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

আরইবির বিতরণ ব্যবস্থার সিলেট অঞ্চলে সমিতির সংখ্যা ছয়টি— সিলেট-১, সিলেট-২, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ)। এই অঞ্চলে পোল নষ্ট হয়েছে ৫৫টি, যার মধ্যে ৩৭টি ঠিক করা হয়েছে; ট্রান্সফরমার নষ্ট হয়েছে ৬০টি, যার মধ্যে ৪২টি ঠিক করা হয়েছে; স্প্যান (তার ছেড়া) হয়েছে ৭৫টি, যার মধ্যে ৬৬টি ঠিক করা হয়েছে। এ ছাড়া ২০টি ইনসুলেটর ও ২৫টি মিটার ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার সবগুলোই ঠিক করা হয়েছে। আরইবির অধীনে এ অঞ্চলে আর্থিক ক্ষতির পরিমাণ ৭৩ লাখ ১৩ হাজার টাকা।
বিদ্যুৎ বিভাগের বার্তায় বলা হয়েছে, সার্বিকভাবে সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সবাইকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কোথাও ছেড়া বৈদ্যুতিক তার দেখলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে অবহিত করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Comment As:

Comment (0)