•   Tuesday, 17 Sep, 2024
আবাসিক বাণিজ্যিক ও নির্মাণাধীন ভবন এডিস মশার লার্ভা

১৭ ভবনের মালিককে ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

প্রকৌশল সমাচার প্রতিবেদক: আবাসিক, বাণিজ্যিক ও নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ জুলাই) মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লার্ভা ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। এ সময় তারা জাপান গার্ডেন সিটির বিভিন্ন আবাসিক ভবনে এডিসের লার্ভা পান। তখন জাপান গার্ডেন সিটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। একই কারণে পিসি কালচার হাউজিংয়ে একটি নির্মাণাধীন ভবনে পাঁচ লাখ টাকা ও অন্য তিনটি ভবনে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া অঞ্চল-১ ও ৭-এর আওতাধীন উত্তরা ৪, ৬ ও ৮নং সেক্টর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন অভিযান পরিচালনা করেন। উত্তরা এলাকায় অভিযান পরিচালনাকালে দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি মামলায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অঞ্চল-৯-এর আওতাধীন নুরের চালা এলাকা ও অঞ্চল-১০-এর আওতাধীন আফতাবনগর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন।

নুরের চালায় দুটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় দুটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আফতাবনগরে দুটি বাড়িতে নিয়মিত মামলা করা হয়।

ডিএনসিসির অঞ্চল-৬-এর আওতাধীন এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আটটি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএনসিসির ১০টি অঞ্চলে একযোগে অভিযান পরিচালনা করেছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জুলাই মাসজুড়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

Comment As:

Comment (0)