•   Tuesday, 17 Sep, 2024
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ডিপিআই ০৭ ০৮ ব্যাচ মিলনমেলা

ঢাকা পলিটেকনিকের ০৭-০৮ ব্যাচের জমজমাট মিলনমেলা

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনে দেশের স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ০৭-০৮ সেশনের শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মিলনমেলায় অংশ নেন দুই শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী। 
দীর্ঘ এক যুগের বেশি সময় পর প্রাণের বন্ধু ও সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই। খোশগল্প, খুনসুটি, সেলফিবাজী আর আনন্দ আড্ডায় মেতে ছিল সবাই।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ০৭-০৮ সেশনের শিক্ষার্থীদের এ মিলনমেলার আয়োজক কমিটির সভাপতি বিজ্ঞানী শাহাবুদ্দিন সামি'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম টনি ও সাইফুল বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন ডিপার্টমেন্ট ভিত্তিক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরন করা হয় এই সেশনের বিভিন্ন দুর্ঘটনা ও অসুস্থতায় মারা যাওয়া ৫জন বন্ধুকে। তাদের রুহের মাগফিরাত ও সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্মৃতিচারণ ও আলোচনায় ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের মিলনমেলা আয়োজন এবং বন্ধুদের সম্মিলিত প্রয়াসে আরো নানান কল্যানমুলক কাজ করার তাগিদ দেন আলোচকরা। 
শেষে আগামী ২০২৪-২৫ সালের জন্য ব্যাচের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। ডিপার্টমেন্ট ভিত্তিক বন্ধুদের মনোনয়নে আগামী ২০২৪-২৫ সালের জন্য  কমিটির সভাপতি হয়েছেন খায়রুল আলম সোহাগ (সিভিল ইঞ্জিনিয়ারিং) ও সাধারণ সম্পাদক হয়েছেন খান মোহাম্মদ ইফতেখার (ফুড ইঞ্জিনিয়ারিং)।

Comment As:

Comment (0)