•   Tuesday, 17 Sep, 2024
ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স সাইবার সিকিউরিটি

ঢাবিতে সাইবার সিকিউরিটি বিষয়ে প্রফেশনাল মাস্টার্স চালু

Generic placeholder image
  প্রকৌশল সমাচার ডেস্ক

প্রকৌশল সমাচার প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধীনে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন এন্ড সাইবার সিকিউরিটি (পিএমআইসিএস) কোর্স চালু হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করেন।


কোর্সটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আইটি ইঞ্জিনিয়ারদের প্রযুক্তি বিষয়ে উচ্চতর ডিগ্রী নেওয়ার পথ উন্মোচিত হলো। সংস্লিষ্টদের আশা, আগামী দিনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই খাতে দক্ষ জনবল তৈরীতে ভুমিকা রাখবে ঢাবির এই সান্ধ্যকালীন কোর্স। 


বিভাগীয়  চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোর্সের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবদুর রাজ্জাক। এই কোর্স চালুর ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ভর্তির সুযোগ উন্মুক্ত হলো।

Comment As:

Comment (0)