•   Sunday, 24 Nov, 2024

দেশে প্রকৌশল শিক্ষার মান নিয়ে প্রশ্ন

Generic placeholder image
  প্রকৌশল সমাচার ডেস্ক

প্রকৌশল সমাচার ডেস্ক: শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় দেশের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েই প্রকৌশল কোর্স চালু রয়েছে। অভিযোগ উঠেছে, প্রকৌশল শিক্ষার মান নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিয়ে ব্যাবসায়িক উদ্দেশ্যে এসব কোর্স খুলে বসেছে বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। ফলে মান কমছে দেশের প্রকৌশল শিক্ষার। এ অবস্থায় প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) প্রতিষ্ঠিত বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) দেশের প্রকৌশল শিক্ষার মান নিয়ে কাজ করে থাকে। বিএইটিইর তথ্য মতে, দেশে ৪০টি সরকারি, ১০২টি বেসরকারি ও একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকৌশল ডিগ্রি দিয়ে থাকে। তবে এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ২৯টি বিশ্ববিদ্যালয়ের ৭৬টি প্রকৌশলবিষয়ক কোর্সের অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি) রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকৌশল শিক্ষার মান নিশ্চিত করতে উপযোগী ল্যাব, কোর্স পরিকল্পনা, সিলেবাস প্রণয়নসহ দক্ষ শিক্ষক থাকতে হবে।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এসব বিষয়ে তদারকি ও পর্যাপ্ত বরাদ্দ থাকলেও বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় যথেষ্ট মান নিশ্চিত ছাড়াই এসব কোর্স পরিচালনা করছে। কেউ আর্থিক সংকটে, আবার কেউ বাড়তি মুনাফার জন্য প্রয়োজনীয় উপকরণ ছাড়াই পাঠদান কার্যক্রম পরিচালনা করছে।

Comment As:

Comment (0)