•   Friday, 18 Oct, 2024
ঢাকাস্থ ফরিদপুর উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন

ঢাকাস্থ ফরিদপুর উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক আনন্দ ভ্রমন

Generic placeholder image
  প্রকৌশল সমাচার ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ পাবনার ফরিদপুর উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বার্ষিক আনন্দ ভ্রমন ও ফ্যামিলি রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আনন্দঘন সময় পার করে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। সংগঠনের  আহবায়ক শাহাদাৎ হোসেন রিপন এর  শুভেচ্ছা বক্তব্যর মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাফর ইকবাল সুজন। বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মীর রবিউল করিম মনি, ভিপি হাকিম খান, আলী আশরাফুল কবির, সাজেদুল করিম তালুকদার সুমন, রাশেদুল ইসলাম রায়হান, মিসেস মিতু, আলাউদ্দিন রানা, মাহবুবুল রিপন, গোলাম সারোয়ার, শাহিন আহমেদ, আসাদুজ্জামান, মাসুদ রানা, কামরুল ইসলাম তাসেম, মোঃ আব্দুল জলিল, মোহাম্মদ শিশির। সংগঠনের সার্বিক কাজে ব্যবস্থাপনা ও তদারকি করেন অর্থ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মিলন, রাশেদুল ইসলাম, সোহেল এম চাঁদ , মিজানুর রহমান, আসাদুল, সোহেল রানা, সাখাওয়াত মুনসহ একদল কর্মঠ  স্বেচ্ছাসেবক। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফুল রুবেল ও মিসেস আমেনা বেগম।

আনুষ্ঠানিকতা পর্বের পর পরই সবাই ওয়াটার কিংডমসহ সকল রাইড উপভোগ করেন। বিকেলে শিশুদের জন্য বিস্কিট খেলা, মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার, পুরুষদের জন্য হাড়ি ভাঙ্গা খেলাযসহ নানা জমজমাট আয়োজনে আনন্দ উপভোগ করে সবাই। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সবাই একসাথে গান-বাজনায় মেতে ওঠেন।

আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল র‌্যাফেল ড্র। ভাগ্য পরীক্ষায় প্রথম হয়ে  ৩২ ইঞ্চি কালার টেলিভিশন জিতে নেন মাহবুব হোসেন রিপন। তবে সকলের জন্যই ছিল কমন গিফট মগ ও টি শার্ট । মগের স্পন্সর করে প্রকাশ মেডিকেল ইনস্টিটিউট এর সৌজন্যে মগ, ডিফেন্স কনস্ট্রাকশন এর সৌজন্যে টি-শার্ট বিতরণ করা হয়।

(পিএস/জেআই/এএইচ)

Comment As:

Comment (0)