ডিপ্লোমা প্রকৌশলীদের সম্মানে এফডিইবি, ঢাকা মহানগরী দক্ষিনের ইফতার
 
                                         
 
                                        নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমযানের শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মগঠন, তাক্বওয়া অর্জন এবং ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন এফডিইবি, ঢাকা মহানগরী দক্ষিণ এর উপদেষ্টা মোঃ মোবারক হোসেন। বিকালে স্থানীয় একটি মিলনায়তনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি), ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এফডিইবি ঢাকা মহানগরী দক্ষিণ এর সভাপতি প্রকৌশলী আব্দুস সামাদ সরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মির্জা মিজানুর রহমান এবং বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোশাররফ হোসেন। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
 
                                    


 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                