এফডিইবি ময়মনসিংহ মহানগরীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা প্রকৌশলীদের সম্মানে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স(এফডিইবি) ময়মনসিংহ মহানগরীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ নগরীর একটি মিলনায়তনে মহানগর সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন সাঈদী’র সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি প্রকৌশলী শহিদুল্লাহ কায়সার এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের মহানগর প্রধান উপদেষ্টা জনাব কামরুল আহসান আমরুল।
তিনি তার বক্তব্যে সকল পাক্তন ছাত্র প্রতিনিধিদের ফোরামের দাওয়াত পৌঁছাতে গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন। এফডিইবির কাজের মাধ্যমে আগামী দিনে আইডিইবিতে বলিষ্ঠ ভূমিকা রাখার কথা বলেন আব্দুল বাতেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল তদারককারী প্রকৌশলী আবু মেহেদী, মহানগর উপদেষ্টা জনাব কামরুল আহসান হাসান। ছাত্র প্রতিনিধিসহ শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্ট ফোরামের আয়োজনে রিইউনিয়ন অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক ছাত্ররা স্মৃতিচারণ করেন।