•   Wednesday, 12 Feb, 2025
উত্তরা

উত্তরায় ওয়েলফেয়ার সোসাইটির প্লট বরাদ্দের প্রতিবাদে মানববন্ধন

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট বরাদ্দ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর উত্তরা ১১ নম্বর সেক্টরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উত্তরা ১১ নম্বর সেক্টর লেক পাড় সংলগ্ন রাজউকের অতিরিক্ত জমিতে দীর্ঘদিন সেক্টর ওয়েলফেয়ার কার্যালয় নির্মাণ করে এলাকাবাসীর কল্যাণার্থে অফিস পরিচালনা করা হচ্ছে। কিন্তু গেল বছরের আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন রাজউকের অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে জমিটি আ. লতিফ নামের এক ব্যক্তির নামে বরাদ্দ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তৃতায় উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান বলেন, আমরা এই জমিতে দুই যুগের বেশি সেক্টর কল্যাণ সমিতির অফিস পরিচালনা করে আসছি। ২০১২ সালে সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কাছে এই জমি বরাদ্দ চেয়ে আমরা আবেদন করি। কিন্তু এখন পর্যন্ত এলাকাবাসীর প্রত্যাশা পূরণ না করে রাজউকের অসাধু কর্মকর্তারা এই জমি এক ব্যক্তির নামে বরাদ্দ দিয়েছেন। আমরা এই হঠকারী বরাদ্দের প্রতিবাদ জানাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, সাবেক সভাপতি ডা. মঈন উদ্দিন আহমদ, উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক ড. ফাজলি এলাহী, সাধারণ সম্পাদক হাজী আরব আলী প্রমুখ।

Comment As:

Comment (0)