•   Tuesday, 17 Sep, 2024
TMKC

শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি সম্ভব নয়: ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

গত ৮ মার্চ নোয়াখালীর ঐতিহ্যবাহী তুলাচারা মানব কল্যাণ ক্লাব এর আয়োজনে এবং তফুরা বেগম শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে মেধাবী এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

তুলাচারা মানব কল্যাণ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তফুরা বেগম শিক্ষা বৃত্তি সহায়তা ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ও এম এস সি বিডি লি: এর কান্ট্রি হেড ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী ইউনিয়ন এর সিনিয়র সহ সভাপতি ও ক্লাবের উপদেষ্টা কাজী ছালা উদ্দিন দিদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি সম্ভব নয়। শিক্ষিত জনগোষ্ঠীই একটি জাতিকে বিশ্বের দরবারে মর্যাদার স্থানে আসীন করতে পারে। এই শিক্ষা বৃত্তি একটা উদ্যোগ মাত্র। আগামীতে আরো বেশী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হবে। তিনি শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করে জাতি গঠনে এগিয়ে আসার আহবান জানান। 

তুলাচারা মানব কল্যাণ ক্লাবের সহ-সভাপতি এবং সাপ্তাহিক প্রকৌশল সমাচার এর প্রধান সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার মোঃ নুরনবীর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্যা আল বাসার, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্যা আল মামুন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ,দপ্তর সম্পাদক আরিফ হাসান হৃদয়,ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম ,শিক্ষা সম্পাদক রায়হানুল ইসলাম সোয়েব,সহ প্রচার সম্পাদক মোঃ রাকিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ হৃদয়,সদস্য সাইফুল ইসলাম সিহাব প্রমুখ।

TMKC
Comment As:

Comment (0)