•   Tuesday, 17 Sep, 2024
রাজধানীতে অনুমোদিত আবাসিক প্রকল্প

রাজধানীতে অনুমোদিত আবাসিক প্রকল্প মাত্র ৩৬টি

Generic placeholder image
  প্রকৌশল সমাচার ডেস্ক

প্রতারণা থেকে জনসাধারণকে বাঁচাতে সম্প্রতি অনুমোদিত বেসরকারি আবাসিক প্রকল্পের তালিকা প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেই তালিকা অনুযায়ী, রাজধানীতে অনুমোদিত আবাসিক প্রকল্প মাত্র ৩৬টি। এরমধ্যে বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ অনুযায়ী অনুমোদিত প্রকল্প ১০টি। আর এই আইন হওয়ার আগে ২৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর বাইরের সব আবাসিক প্রকল্পই অবৈধ।

 

প্রতারণা থেকে বাঁচতে রাজউক বলছে-গ্রাহকদের প্লট কেনা বা বুকিং দেওয়ার আগেই দেখতে হবে- কোম্পানির কাছে বৈধ অনুমোদনপত্রের লে-আউট প্ল্যান বা নকশা আছে কি না। এছাড়াও মেলার স্টলেই প্রকৃত নকশা রাখার নিয়ম আছে। সেই সঙ্গে প্লট কেনা বা বুকিং দেওয়ার আগে সতর্কতার সঙ্গে নিশ্চিত হতে হবে যে- প্রকল্পটি রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাব) এলাকায় বা বন্যাপ্রবণ অঞ্চলে পড়েছে কি না।

 

আবার যে এলাকায় প্রকল্পটি অবস্থিত, সেখানে আদৌ তাদের জমি আছে কি না তাও নিশ্চিত হতে হবে। প্রয়োজনে ক্রেতাকে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ-খবর নিতে হবে। এছাড়া রাজউকের ওয়েবসাইটে অনুমোদিত প্রকল্পগুলোর তালিকা পাবেন ক্রেতারা।

 

এ বিষয়ে রাজউকের নগর পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার বলেন, বেসরকারি আবাসিক ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত, ২০১৫) প্রণয়নের আগ পর্যন্ত আমরা কোনো কোম্পানির অনুমোদন দেইনি। তবে ২০১৫ সাল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১০টি আবাসিক প্রকল্পকে বিধিমালার আওতায় অনুমোদন দেওয়া হয়েছে। আর ১৯৮৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ২৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল।

 

কোনো কোম্পানি তার প্রকল্প এলাকার ৭৫ ভাগ জমি ক্রয় করলেই তাকে অনুমোদন দেওয়া হয়। জমি ক্রয়ে বিভিন্ন জটিলতার কারণেই এ সুযোগ দেওয়া হয়। প্রতারণা থেকে বাঁচতে জমি কেনার আগে রাজউকে যাচাই করার আহ্বান জানিয়ে এই নগর পরিকল্পনাবিদ বলেন, কেউ যদি আবাসিক প্রকল্পে প্লট-ফ্ল্যাট কিনতে চায়, তবে যেন অনুমোদনহীন আবাসিক প্রকল্প থেকে না কেনেন। আবার অনুমোদিত আবাসিক প্রকল্পে প্লট বা ফ্ল্যাট কিনতে হলেও আগে রাজউকে যোগাযোগ করা উচিৎ। সে ক্ষেত্রে জমি বা প্লট নিষ্কণ্টক কি-না বা তিনি কোনো আইনি সহযোগিতা পেতে পারেন কি-না সে বিষয়েও খোঁজ নেওয়া উচিত। আর অনুমোদিত আবাসিক প্রকল্পের যে অংশে কোম্পানির জমি কেনা থাকে না, সে জায়গা আমরা নকশার লে-আউটে দেখিয়ে দেই।

রাজউক অনুমোদিত আবাসিক প্রকল্পগুলো হলো:

 

১৯৮৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত রাজউক কর্তৃক অনুমোদিত প্রকল্পগুলো হলো- মিরপুরের মুক্তি আবাসিক প্রকল্প, পাইকপাড়া ক্যাপ হাসন হাউজিং প্রকল্প,   বাগবাড়ী শীশ মহল ল্যান্ড প্রজেক্ট, পল্লবী আবাসিক প্রকল্প (১ম পর্ব), পল্লবী আবাসিক প্রকল্প ২য় পর্ব (গোড়ান চটবাড়ী), মল্লিকা আবাসিক প্রকল্প, মোহাম্মদপুরে প্রবাল হাউজিং লিমিটেড প্রকল্প, বায়তুল আমান কোঅপারেটিভ হাউজিং প্রকল্প, জনতা হাউজিং কোঅপারেটিভ সোসাইটি প্রকল্প, আরামবাগ কোঅপারেটিভ হাউজিং সোসাইটি (মিরপুর ল্যান্ড প্রজেক্ট), মোহাম্মদপুর হাউজিং পিসিকালচার অ্যান্ড ফার্মিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, কল্যাণপুর ল্যান্ড প্রজেক্ট, মোহাম্মদপুরে সুনিবিড় গৃহ নির্মাণ সমবায় সমিতি প্রকল্প, আব্দুর রফিক হাউজিং, আদর্শ ছায়ানীর গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেড,  ধানমন্ডিতে শিকদার রিয়েল এস্টেট লিমিটেড, রায়ের বাজার প্রকল্প, তেজগাঁওয়ের মেট্রোপলিটন খৃষ্টিয়ান কোঅপারেটিভ হাউজিং প্রকল্প, বনশ্রী নিউ টাউন (বনশ্রী ও আফতাব নগর) আবাসিক প্রকল্প, মহানগর প্রকল্প, নিকেতন আবাসিক প্রকল্প, মতিঝিলের কে. এম দাস লেন আবাসিক প্রকল্প, পোস্তগোলা আবাসিক প্রকল্প, বারিধারার বসুন্ধরা আবাসিক প্রকল্পের (১ম পর্ব), পোস্তগোলা রিভারভিউ ল্যান্ড প্রজেক্ট ও বাসাবো আবাসিক প্রকল্প।

 

এছাড়া বেসরকারি আবাসিক ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ এর আওতায় ২০১৫ সাল থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত অনুমোদন প্রাপ্ত আবাসিক প্রকল্পগুলো হলো- গোড়ান চটবাড়ী (পল্লবী ২য় পর্ব) আবাসিক প্রকল্পের ৩৩৫.৪১ একর এবং দুই পর্যায়ে ডিসি অফিস থেকে সাফকবলা দলিলমূলে প্রত্যয়নকৃত ২৮১.৯৯ একর জহুরুল ইসলাম সিটি (বনশ্রী নিউ টাউন) আবাসিক প্রকল্পের (সংশোধিত ও সম্প্রসারিত এলাকা) ১০৮২.৪১ একর এবং দুই পর্যায়ে ডিসি অফিস থেকে সাফকবলা দলিলমূলে প্রত্যয়নকৃত ১০০৯.২৩ একর, ইউনাইটেড সিটি আবাসিক প্রকল্প (১ম পর্ব), গ্রীন মডেল টাউন আবাসিক প্রকল্প (প্রথম পর্ব), বসুন্ধরা আবাসিক প্রকল্প (এ থেকে এল ব্লক পর্যন্ত) প্রথম পর্ব (সংশোধিত ও সম্প্রসারিত) ও দ্বিতীয় পর্ব (এম. এন. পি এবং আই এক্সটেনশন ব্লক), জলসিঁড়ি আবাসন প্রকল্প, স্বর্ণালী আবাসন প্রকল্প (১ম পর্ব সংশোধিত ও বর্ধিত), সানভ্যালী আবাসিক প্রকল্প (১ম পর্ব), আশালয় আবাসিক প্রকল্প (১ম পর্ব) এবং ঢাকা ভিলেজ আবাসিক প্রকল্প।

Comment As:

Comment (0)