ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণা -ইঞ্জিনিয়ার মো: নুর নবী


বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস এর কো অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী আজ ৭ অক্টোবর আধিপত্যবাদ বিরোধী দিবসে শহীদ আবরার ফাহাদের স্মরণে এক বিবৃতিতে উক্ত কথা বলেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, এই অঞ্চলে ভারতের আধিপত্যবাদের থাবার কারণে প্রতিবশী কোন দেশের সাথেই ভারতের সম্পর্ক ভালো নয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ভারতের লুটপাট নিয়ে স্বয়ং মুক্তিযোদ্ধাদের মধ্যে মেজর (অব:) জলিল কথা বলতে গিয়ে আটক হন। ২০০৮ সালের মঈন-ফখরুদ্দীনের সহায়তায় ভারতের কুট কৌশলে আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে ভারতীয় হেজমনিকে আরো পোক্ত করে বাংলাদেশের মাটিতে। ফলে ভারতের স্বার্থ দেখাটাই যেন আওয়ামী লীগ ও তার সঙ্গীয় ১৪ দলীয় জোট সরকারের দায়িত্ব বলে প্রতীয়মান হয়েছে। ফলে দেশের উপর দিয়ে ভারতের যোগাযোগ ও পন্য পরিবহনে নদীর উপর দিয়ে রাস্তা নির্মাণ, ট্রানজিট এবং পানির হিস্যা ছেড়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের প্রতিটি সচেতন ও দেশপ্রেমিক নাগরিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করেছে।
সেই ক্ষোভ থেকেই বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ ফেসবুকে এক স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের সূত্র ধরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের বুয়েট শাখার সন্ত্রাসীরা রাতভর নির্যাতন করে হত্যা করে কুষ্টিয়ার কৃতি সন্তান আবরার ফাহাদকে। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ফলে দেশব্যাপী আওয়ামী ছাত্রলীগের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে আসে। সেই সিলসিলায় ২৪ এর গণ আন্দোলনের মধ্য দিয়ে হাসিনাকে দিল্লী পাঠিয়ে দেয় ছাত্র জনতা।
সুতরাং আবরার ফাহাদ আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সমগ্র জাতির অনুপ্রেরণা। আবরার ফাহাদের এই ত্যাগ বৃথা যেতো দেওয়া যাবে না। দেশের স্বার্থে, যে কোন আধিপত্যের বিরুদ্ধে আমাদের স্বোচ্ছার থাকতে হবে।
BUET