দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার আবদুস সবুরের ভূমিধ্বস জয়
 
                                         
 
                                        বিশেষ প্রতিবেদক : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর কুমিল্লা-১০ (দাউদকান্দি-তিতাস) থেকে নৌকা প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত নির্বাচনে ভূমিধ্বস বিজয় লাভ করেছেন।
ছাত্র জীবন থেকে নেতৃত্বের গুনাবলী সম্পন্ন ইঞ্জিনিয়ার সবুর বুয়েট ছাত্র সংসদের জিএস এর দায়িত্ব পালন করেন। বর্তমানে টানা তিন বার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর নৌকা প্রতীকে ১৫৯৭৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন ঈগল প্রতীক নিয়ে ২৩৬৭৬ ভোট পান।
ফলাফল পরবর্তী এক শুভেচ্ছা বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, "আলহামদুলিল্লাহ্। উন্নয়ন, গণতন্ত্র এবং স্মার্ট বাংলাদেশের পক্ষে জনগণের ভোটে নৌকার বিজয়। এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় স্মার্ট বাংলাদেশের, এই বিজয় দাউদকান্দি ও তিতাসবাসীর। একটি উন্নত, নিরাপদ, স্মার্ট এবং শান্তির দাউদকান্দি ও তিতাস- বিনির্মাণে সমর্থন দিয়ে পাশে থাকার জন্য প্রাণপ্রিয় দাউদকান্দি ও তিতাস এর সাধারণ জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সারা বাংলার প্রকৌশলী ভাই-বোনসহ সকল শুভানুধ্যায়ী এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অকুন্ঠ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।"
তাঁর বিজয়ে প্রকৌশলী সমাজের মাঝে উৎসব বিরাজ করছে।
SABUR 
                                    


 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                