•   Saturday, 23 Nov, 2024
বুয়েট বেইলি রোড ট্রাজেডি অগ্নি নিরাপত্তা

অগ্নি নিরাপত্তা নিশ্চিতে বুয়েট শিক্ষার্থীদের ১৪ দফা দাবি

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বুয়েটের দুই শিক্ষার্থীসহ অন্যদের স্মরণে দোয়া মাহফিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বুয়েট ক্যাম্পাসে কর্মসূচিতে বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে ১৪ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো, বেইলি রোডের দুর্ঘটনার মতো সকল অসাবধানতাজনিত দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের শাস্তির আওতায় আনা; এ রকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; বাণিজ্যিক এবং অন্যান্য ভবনে বিল্ডিং কোডসহ জরুরি সকল কোড অবশ্যই মেনে চলা এবং কোনো কোড অমান্যকারী বা ঝুঁকিপূর্ণ বিল্ডিং ব্যবহার করার অনুমতি না দেওয়া; প্রতিটি ভবনের জন্য রাজউক থেকে প্রদান করা নিরাপত্তা লাইসেন্স মেনে চলা এবং নিয়মিত মনিটর করা;

বিল্ডিং কোড সম্পর্কে জানার জন্য দক্ষ জনবল এবং সেই দক্ষ জনবলের জবাবদিহির ব্যবস্থা করা; গ্যাসপূর্ণ সিলিন্ডারগুলো একটি ভবনে প্রবেশের বা প্রস্থানের পথে/স্থানে না রাখা; কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিটি বাণিজ্যিক ভবনের অগ্নিব্যবস্থাপনা ব্যবস্থা নিয়মিত পরিদর্শন করা; সকল বিল্ডিংয়ে অগ্নিনির্বাপণের জন্য জরুরি সকল সামগ্রী এবং মার্কিং/চিহ্ন যাতে সব সময় থাকে তা নিশ্চিত করা; বাণিজ্যিক কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনকল্যাণ কেন্দ্রে অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার এবং প্রশিক্ষণ বাধ্যতামূলক করা; প্রতিটি ভবনে প্রয়োজনীয় সংখ্যক এবং প্রশস্ত ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা করা; ইমার্জেন্সি এক্সিট এবং সিঁড়িগুলো ফাঁকা, পরিষ্কার ও ব্যবহারযোগ্য অবস্থায় রাখা; অনুমোদন ছাড়া ভবন ব্যবহারের প্রকৃতি (যেমন আবাসিক থেকে বাণিজ্যিক) পরিবর্তন না করা; একই ভবনে স্বল্প জায়গা নিয়ে বানানো বিভিন্ন রেস্টুরেন্টের কাঠামো পরিবর্তন করা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

 

Comment As:

Comment (0)