বুয়েটে প্রকাশ্যে ছাত্রলীগ; শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: গতকাল রবিবার প্রকাশ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এর আগে তারা বুয়েট ক্যাম্পাসে পুনরায় ছাত্ররাজনীতি চালুর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে। এদিকে সব রাজনৈতিক ও নিষিদ্ধ সংগঠন থেকে বুয়েটকে মুক্ত রাখার শপথ নিয়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
বুয়েট ক্যাম্পাসে গত বুধবার মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রবেশের অভিযোগ এনেছেন সাধারণ শিক্ষার্থীরা।
এর প্রতিবাদে গত শুক্রবার থেকে বিক্ষোভ কর্মসূচিসহ একাডেমিক কার্যক্রম বর্জন করে ছাত্ররাজনীতিবিহীন ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন তাঁরা।
এর ধারাবাহিকতায় গতকাল বুয়েটের ২০ ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষায় দুজন বাদে সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। বিকেল সাড়ে ৫টায় ড. এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এমন তথ্য জানান।
নিরাপত্তাজনিত তীব্র শঙ্কা থাকায় গতকাল সকাল ৭টায় পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করা হয়নি বলে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসের আশপাশের সব এলাকায় গত শনিবার রাত থেকে ক্রমাগত মাইকিং করা হয়, শিক্ষার্থীদের ফোনকলে হুমকি-ধমকি দেওয়া হয়।