প্রধান প্রকৌশলী না থাকায় উন্নয়নকাজ ব্যাহত
নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গুরুত্বপূর্ণ প্রধান প্রকৌশলী পদ প্রায় এক মাস ধরে শূন্য রয়েছে। এতে সংস্থাটির ঢাকাসহ বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। আটকা পড়েছে শতাধিক কাজের ফাইল। এ অবস্থায় চলমান প্রকল্পগুলো সময়মতো শেষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঠিকাদাররা।
বেবিচক-সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গত ২২ জানুয়ারি বেবিচকের প্রধান প্রকৌশলী আবদুল মালেকের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়েছে। সেই থেকে শূন্য রয়েছে গুরুত্বপূর্ণ এ পদটি। সাময়িকভাবে ওই পদে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল আফরোজকে দায়িত্ব দেওয়া হলেও তাঁকে পুরোপুরি ক্ষমতা দেওয়া হয়নি। বেবিচক কর্তৃপক্ষ দীর্ঘদিনের অভিজ্ঞ প্রকৌশলী আবদুল মালেককে ফের এ পদে চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। এ বিষয়ে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এএফএম আতিকুজ্জামান বলেন, প্রধান প্রকৌশলী পদটি শূন্য থাকায় বিভিন্ন উন্নয়নকাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। তবে এ পদে অচিরেই অভিজ্ঞ প্রকৌশলী আসছেন।