রাজধানীতে যানজটের নতুন ঠিকানা এফডিসি গেট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওরান বাজার অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে গতকাল বুধবার (২০ মার্চ)। দুপুরের পর থেকে এফডিসি গেট সংলগ্ন এক্সিট র্যাম্প দিয়ে যান চলাচল শুরু হয়েছে। ওইদিন বিকেল থেক হাতিরঝিল-এফডিসি মোড়ের যানজট চলে যায় র্যাম্প হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। সংশ্লিষ্টরা বলছেন, এক্সপ্রেসওয়ের এই র্যাম্পটি বেশ গুরুত্বপূর্ণ। এটি এমন এক জায়গায় এসে নেমেছে যেখান থেকে গাড়িগুলো চারটি গন্তব্য— তেজগাঁও, হাতিরঝিল, মগবাজার ও কারওয়ান বাজারের দিকে যেতে পারছে।
এফডিসি অংশের র্যাম্প শেষ হয়েছে মহানগর হাঁস-মুরগি বাজারজাতকরণ সমবায় সমিতির লিমিটেড ভবনের সামনে। এর ১২০ মিটারের মধ্যে হাতিরঝিল-এফডিসি মোড়। উড়ালসড়ক থেকে নেমে আসা ব্যক্তিগত যান (প্রাইভেট কার), ছোট ট্রাক, পিকআপ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মিনি বাসগুলো র্যাম্প দিয়ে নেমে এই মোড়ের দিকে যাচ্ছে। ওই মোড় হয়ে বাঁয়ে তেজগাঁওয়ের দিকে, সোজা হাতিরঝিলের দিকে, ডানে মগবাজারের দিকে এবং ইউটার্ন নিয়ে সোনারগাঁও হোটেল ও কারওয়ান বাজারের দিকে যাচ্ছে গাড়িগুলো।
ফেসবুকের ট্রাফিক এলার্ট গ্রুপে দেখা গেছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে থাকা অসংখ্য ব্যক্তিগত গাড়ির চালক ও যাত্রী পোস্ট করে জানিয়েছেন তারা তেজগাঁও পর্যন্ত জ্যামে আটকে আছেন। এখান থেকে বের হতে অন্তত ২০ থেকে ৩০ মিনিট সময় লাগছে প্রতিটি গাড়িকে। কেউ কেউ বলছেন রাজধানীতে যানজটের নতুন পয়েন্ট এখন এফডিসি-হাতিরঝিল এলাকা।
ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি। আমরা যে সুপারিশগুলো দিয়েছি সেতু কর্তৃপক্ষ সেই কাজগুলো ধাপে ধাপে করছে। অনেকগুলো কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সব কাজ শেষ হলে এই এলাকায় যানজট আর থাকবে
না।