•   Saturday, 23 Nov, 2024
digital Bank

ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল নগদ বিকাশ সহ আটটি প্রতিষ্ঠান

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

প্রকৌশল সমাচার প্রতিবেদকঃ দেশের জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কোম্পানি বিকাশ, নগদসহ মোট আটটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইসেন্স পেতে যাওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে, কোরি ডিজিটাল ব্যাংক, ডিজি-টেন, ডিজিটঅল, স্মার্ট ডিজিটাল ব্যাংক, জাপান-বাংলা ডিজিটাল ব্যাংক এবং নর্থ ইস্ট ডিজিটাল ব্যাংক।

বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগের পর লাইসেন্স পেতে ৫২টি আবেদন জমা পড়েছিল। সবকটি আবেদনই ছিল যৌথ উদ্যোগের।

কোনো কোনো আবেদনে ১০টি ব্যাংকের জোটও রয়েছে। সে হিসেবে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে চেষ্টা করেছে অন্তত পাঁচ শতাধিক প্রতিষ্ঠান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল জানান, ব্যাংক খাতের সঙ্গে আগেই যুক্ত এমন প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যাংকের লাইসেন্স ফি ধরা হয়েছে ২০০ কোটি টাকা। আর ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন প্রতিষ্ঠানকে লাইসেন্স ফি দিতে হবে ৩০০ কোটি টাকা।

Comment As:

Comment (0)