•   Tuesday, 19 Aug, 2025
মেট্রোরেল ডিএমটিসিএল ডিপ্লোমা প্রকৌশলী

মেট্রোরেলে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে চাকরি প্রত্যাশীদের মানববন্ধন

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)-এ (মেট্রোরেল প্রকল্প) সেকশন ইঞ্জিনিয়ার পদে  নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন  করেছে চাকরি প্রত্যাশীরা। রবিবার সকালে রাজধানীর উত্তরা ডিয়াবাড়ীতে মেট্রোরেল প্রকল্পের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এসময় সেকশন ইঞ্জিনিয়ার পদে স্থগিত হওয়া পরীক্ষা গ্রহণসহ ৪ দফা দাবিতে কতৃপক্ষকে স্মারকলিপিও প্রদান করেন আন্দোলনকারীরা। 
 
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে কর্মসূচিতে আন্দোলনকারীরা অভিযোগ করেন, ১৯৭৮ সালের অধ্যাদেশ অমান্য করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ স্থগিত করে। তাদের অভিযোগ কতিপয় বিএসসি ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার ডিপ্লোমা প্রকৌশলীদের গ্রেড অবনমনসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত। অথচ ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়ন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প রক্ষণাবেক্ষণ, মেরামত ও অপারেশন কার্যক্রমে অটল ও সম্মানজনকভাবে দায়িত্ব পালন করে আসছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যপক সুনাম রয়েছে। সেখানে শিল্প খাত,বিদ্যুৎ, তেল-গ্যাস খনিজ শিল্প ও নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তারা বলেন,  ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গঠিত ৯ সদস্যের পে অ্যান্ড সার্ভিস কমিশনের সুপারিশ অনুযায়ী, দেশের বিদ্যমান ফোরম্যান, ওভারসিয়ার, সুপারভাইজারসহ ১৪টি পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ উপ-সহকারী প্রকৌশলী নির্ধারণ করা হয়। 

মানববন্ধনে সেকশন ইঞ্জিনিয়ার পদে চাকরি প্রার্থীরাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিশিষ্ট ব্যক্তি, ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য আবসার উদ্দিন জানান, তাদের ৪টি দাবি হলো-
১) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ( DMTCL)   এর সেকশন ইঞ্জিনিয়ার পদের স্থগিত পরিক্ষা গ্রহণের রূপরেখা  আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। 

২) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কটুক্তি করে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া ডিগ্রী ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। 

৩) শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতিত অন্যদের নিয়োগ ও পদোন্নতি বাতিল করতে হবে। 

৪) ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকারি আদেশ অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পল্লীবিদ্যুতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিন্মতর পদে নিয়োগ দেয়া বন্ধ করতে হবে।

Comment As:

Comment (0)