•   Tuesday, 17 Sep, 2024
বিদ্যুৎ সরবরাহ পিজিসিবি বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ

ক্রমে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ; অগ্রাধিকার পাচ্ছে জরুরি সেবা প্রতিষ্ঠান

Generic placeholder image
  প্রকৌশল সমাচার ডেস্ক

ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে বিদ্যুৎ ব্যবস্থা। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসার খবর পাওয়া গেছে। তবে রাত ১০ টা পর্যন্ত রাজরানীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ছিল ।

রাজধানী ঢাকায় বিদ্যুৎ বিতরন কারী সংস্থা ডেসকো রাত ৮টার দিকে জানায়, বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকোর আওতাধীন এলাকাসমূহে পর্যায়ক্রমে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে।

 মিরপুর, এয়ারপোর্ট,গুলশান, বারিধারা ডিপ্লোমেটিক জোন এবং টঙ্গী এলাকায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। ইতোমধ্যে ২০৮ মেগাওয়াট লোড পাওয়া গেছে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে হাসপাতাল এবং জরুরি সেবা প্রতিষ্ঠানসমূহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

এছাড়াও একই সময় বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়, ঢাকা ও আশেপাশের অঞ্চলে দ্রুত বিদ্যুৎ রিস্টোর হচ্ছে। 
ইতিমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। এবং ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে। 

ঢাকায় লোড বেশি হবার কারণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে।  

দ্রুততম সময়ে সকল এলাকায় বিদ্যুৎ রিস্টোর করতে নিরলস কাজ করছেন বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা।

 সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

Comment As:

Comment (0)