হালাল উপার্জন ও আত্নগঠনে প্রকৌশলীদের গুরুত্ব দেয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় সংগঠন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ, এফডিইবি’র উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা সাইফুল আলম খান মিলন বলেছেন, প্রত্যেকের ব্যক্তি জীবনে রাসুল (সা.) এর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা জরুরী। বিশেষ করে প্রকৌশলীদের ইহজাগতিক সফলতার পাশাপাশি আখেরাতের সফলতার জন্য হালাল উপার্জন এবং ব্যক্তিগত পর্যায়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপনে চেষ্টার উপর গুরুত্বারোপ করেন তিনি। আইডিইবি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও এফডিইবি সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন, মানারাত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড.আব্দুর রব, বিশিষ্ট ইসলামী বক্তা ড. সাদিকুর রহমান আযহারি, আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা মিজানুর রহমানসহ বিশিষ্ট জনরা।
এফডিইবি সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ছাত্রজনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে আজকে নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে। তাদের আত্নদানের মুল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। সবক্ষেত্রে বৈষম্য জুলুম অত্যাচার বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সৎ যোগ্য ও মেধাভিত্তিক সমাজ বিনির্মানে প্রকৌশলীরা আগেও কাজ করেছে সামনে দিনেও যে কোন ত্যাগ স্বীকার করতে সবাইকে প্রস্তুত থাকার কথা বলেন প্রকৌশলী গিয়াস উদ্দিন।