•   Thursday, 19 Sep, 2024
এফডিইবি কারিগরি শিক্ষা দক্ষ জনশক্তি কর্মসংস্থান

দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ও শিল্প খাতে বিপর্যয়ঃ দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার ভূমিকা” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনলাইন সেমিনারে জাতীয় নেতৃবৃন্দ বলেন,  একমাত্র কর্মমুখী শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতিতে ভুমিকা রাখতে পারে।  আমাদের বিপুল সংখ্যক জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার ভূমিকা অপরিসীম। কিন্তু বর্তমানে ভুল নীতির কারণে এর সুফল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে  বর্তমান শিক্ষা ব্যবস্থা সেক্যুলার নীতির ভিত্তিতে সাজানো হয়েছে। যা ভবিষ্যত প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। 
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর সভাপতি প্রকৌশলী মোঃ  গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জয়নুল আবেদীনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ।
 অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. সৈয়দ আঃ আজিজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি মানবসম্পদকে দক্ষ করে গড়ে তুলতে থিউরি ক্লাশের পাশাপাশি প্রাক্টিক্যাল ক্লাশ এর ব্যবস্থা আরো জোরদার করার কথা বলেছেন। 
সেমিনারে আলোচনায় অংশ নেন, ফোরামের সহ-সভাপতি প্রকৌঃ মির্জা মিজানুর রহমান, প্রকৌঃ মোঃ আব্দুছ ছাত্তার শাহ ও প্রকৌশলী মোশাররফ হোসেন শেখ।  যুক্ত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী আবদুল বাতেন, প্রকৌশলী আবু মেহেদী, প্রকৌশলী  মোস্তফা কামাল, প্রকৌশলী মোঃ  আবুল হাশেম, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকৌশলী হোসাইন বিন মানসুরসহ প্রায় দুই শতাধিক প্রকৌশলী।

Comment As:

Comment (0)