•   Friday, 20 Sep, 2024
আইডিইবি গণপ্রকৌশল দিবস

বিএনপি কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

Generic placeholder image
  প্রকৌশল সমাচার ডেস্ক

বিএনপি কর্মসূচির নামে জনগণের দুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দলটির সমাবেশ জনগণের ক্ষতির কারণ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না বলে জানান তিনি।মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস- ২০২২ উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির কর্মসূচি সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) তো একটা ঘোষণা দিয়েছেন তখন কী হয় আমি জানি না। তারা নাকি লাখ লাখ লোক ঢাকায় আনবেন আগামী ১০ ডিসেম্বর। আমাদের ঢাকা থেকে বের করে দেবেন। তারা নাকি নতুন কিছু চিন্তা করছেন। তাদের অনেক রণকৌশল থাকতে পারে। এগুলো তারা করবেন। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট, কোনো ধরনের জনদুর্ভোগ বা ক্ষতির কারণ হলে নিরাপত্তা বাহিনী তাদের কাজটি করবে।’

 

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দেয়নি জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপি বিভিন্ন জায়গায় সভা-মিছিল ও বিক্ষোভ করছে। আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই। শৃঙ্খলা মেনে তারা (বিএনপি) যদি সবকিছু পরিচালনা করতে পারে তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু জনগণের দুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।’

 

আরও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ ফোর্স একটা ডিসিপ্লিন ফ্রোর্স৷ দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য তারা কাজ করেন। এই ফোর্সের মধ্যে থেকে যারা দেশের কথা চিন্তা করে না, যাদের হৃদয়ে দেশপ্রেম নেই, যারা কাজে অনীহা প্রকাশ করছে, তারা নিজেদের দায়িত্ব অনুযায়ী কাজ করছেন না, এই সমস্ত অফিসার যাদের চাকরির ২৫ বছর পার হয়ে গেছে, তাদেরই চিহ্নিত করা হচ্ছে। এটা কিন্তু চলমান প্রক্রিয়া।’

Comment As:

Comment (0)