•   Thursday, 21 Nov, 2024
iDEB vp solaiman

আইডিইবি'র যুগ্ম সম্পাদকের দায়িত্ব নিলেন ভিপি সোলায়মান

Generic placeholder image
  প্রকৌশল সমাচার ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ১নং যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সাবেক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি যুবদল নেতা প্রকৌশলী মোঃ সোলায়মান।

অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠনের পর বুধবার নিজের দপ্তরে বসেন এই যুবনেতা। এসময় বিভিন্ন সেক্টরের ডিপ্লোমা প্রকৌশলী ও তার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এসময় ভিপি সোলায়মান বলেন, দেশের তথা আইডিইবির ক্রান্তিকালে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টায় আইডিইবির গুণ মান অক্ষুন্ন রাখার চেষ্টা করবো। সবাইকে নিয়ে একসাথে ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যাগুলো সমাধান করবো। 

গত ৯ সেপ্টেম্বর প্রকৌশলী কবির হোসেনকে আহ্বায়ক এবং প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব করে ৪৭ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির ১নং যুগ্ম সদস্য সচিব মনোনীত হন প্রকৌশলী ভিপি সোলায়মান। 

ভিপি সোলায়মান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন । তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের ১৯৯৫-৯৬ সেশনের নির্বাচিত ভিপি ছিলেন। পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সভাপতি ছিলেন। তিনি পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। 

Comment As:

Comment (0)