•   Wednesday, 12 Feb, 2025
পল্লী বিদ্যুৎ সমিতি কেরানীগঞ্জ

কেরানীগঞ্জে পল্লী বিদ্যুতের গণশুনানি: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়ার প্রতিশ্রুতি

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের রুহিতপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির ৪ এর নিরাপদ বিদ্যুৎ ব্যবহার বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রুহিতপুরে রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই গনশুনানী অনুষ্ঠিত হয়।রহিতপুর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোস্তাকিম ফয়সাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মো. মিজানুর রহমান।

উক্ত অনুষ্ঠানে রুহিতপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। তারা পল্লী বিদ্যুতের এ আয়োজনকে সাধুবাদ জানান। ভবিষ্যতে যাতে এ ধরনের আয়োজন যাতে চলমান থাকে এ বিষয়ে অনুরোধ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ বাংলাদেশের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর মধ্যে একটি রোল মডেল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়ার জন্য তার কর্মীরা দিনরাত নিরলস পরিশ্রম করা যাচ্ছে। তিনি গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে উদ্বুদ্ধ করেন। গ্রাহক যাতে দালাল ছাড়া নিজে নিজে অফিসে আসেন সে বিষয়ে উদ্বুদ্ধ করেন। সভাপতি মোস্তাকিম ফয়সাল বলেন, বিদ্যুৎ একটি রাষ্ট্রীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে সকলের সহযোগিতার অনুরোধ করেন।
তিনি বলেন, গ্রাহক সেবায় আমরা বদ্ধপরিকর। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরো উন্নত ও সেবা সহজিকরণের জন্য তারা কাজ যাচ্ছেন। নতুন সংযোগ প্রত্যাশীদের জন্য অনলাইনে ঘরে বসে আবেদন করার পরামর্শ দেন।

উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর সাইয়েদ মুস্তাইন বিল্লাহ ও ওয়ারিং পরিদর্শক মো. মেহেদী হাসান।

Comment As:

Comment (0)