সাপ্তাহিক প্রকৌশল সমাচার পত্রিকার সম্পাদক এর পিতৃ বিয়োগ


নিজস্ব প্রতিবেদক: দেশের প্রকৌশলখাত এবং প্রকৌশলীদের নিয়ে প্রথম নিবন্ধনকৃত সংবাদ মাধ্যম সাপ্তাহিক প্রকৌশল সমাচার এর সম্পাদক, তরুণ সাংবাদিক আকতার হোসেন এর পিতা জনাব হাবিবুর রহমান (৬৫) আজ সকাল ১১.৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট, প্রেসার এবং ডায়াবেটিস সহ নানা রোগে ভূগছিলেন।
তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ভীড় করেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।
আজ বাদ মাগরিব মরহুমের গ্রামের বাড়ী নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁও থানার ছোট শীলমান্দি গ্রামে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
মৃত্যু কালে তিনি দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সাংবাদিক আকতার হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ, ডিইউজে, চ্যানেল আই এবং সাপ্তাহিক প্রকৌশল সমাচারের সদস্যরা শোক প্রকাশ করেন।