দেশের ইতিহাসে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) প্রযুক্তি ব্যবহার করে সংবাদ পরিবেশন


প্রকৌশল সমাচার: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) প্রযুক্তি নিয়ে বিশ্বের নানা দেশে নানা কান্ড ঘটে যাচ্ছে। বিশ্বজুড়ে অনেক দেশে এই আই প্রযুক্তির সাহায্যে সংবাদ উপস্থাপনার খবর শোনা গেলেও দেশে প্রথমবার খবর পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) সংবাদ পাঠিকা অপরাজিতা। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর এর গতকালের সন্ধ্যা সাতটা খবর পড়ে অপরাজিতা।
সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। এর আগে গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।
চ্যালেনটির সূত্রে জানা যায়, তাদের তথ্য প্রযুক্তি বিভাগের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে গত একমাস ধরে অপরাজিতাকে নিয়ে নিরলস কাজ করে যাচ্ছিলো। অবশেষে তাদের দীর্ঘ প্রতিক্ষার অবসান হকো এবং দেশের ইতিহাসে এই মাইল ফলক অর্জন করেত সক্ষম হলো। আপাতত সপ্তাহে একদিন অপরাজিতাকে দিয়ে খবর পাঠ করানো হবে এবং তা ধীরে ধীরে অন্যান্য অনুষ্ঠান সঞ্চালনার কাজেও লাগানো হবে বলে তারা জানান।